kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

খুবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

খুবি প্রতিনিধি   

১৪ নভেম্বর, ২০১৯ ২১:০৭ | পড়া যাবে ১ মিনিটেখুবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংবাদমাধ্যমে কর্মরত বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধিগণ। বৃহস্পতিবার সাড়ে ৩টায় কর্মরত সাংবাদিকদের একটি প্রতিনিধিদল উপাচার্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রায় দুই ঘণ্টার আলাপচারিতায় উপাচার্য বিশ্ববিদ্যালয়টিতে কর্মরত সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা, তথ্য প্রাপ্তির সুবিধা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার আশ্বাস দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা করবে। কোনো ধরনের প্রতিবন্ধকতা  ছাড়াই যাতে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে পারে তা নিশ্চিত করা হবে। এছাড়া ভুল তথ্য প্রকাশ করে কোনোভাবেই যেন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট না হয় এ ব্যাপারে তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। 

এসময় আরো উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোসাম্মৎ হোসনে আরা, সহকারী অধ্যাপক ছোটন দেব নাথ এবং প্রভাষক শরিফুল ইসলাম।

মন্তব্যসাতদিনের সেরা