kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি   

১৪ নভেম্বর, ২০১৯ ২০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সামিউল ইসলাম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার হাকিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। সামিউল একই উপজেলার দর্জিপাড়া এলাকার শহিদুল ইসলাম ছেলে। 

স্থানীয়রা জানান, গত বুধবার মায়ের সাথে নানা বাড়িতে গিয়েছিল শিশু সামিউল। দুপুরে বাড়ির পাশেই খেলছিল। তার কিছুক্ষণ পর সামিউলের কোনো সাড়া-শব্দ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। 

মন্তব্যসাতদিনের সেরা