kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

ঝিনাইদহে কথিত বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ ১

কালের কণ্ঠ অনলাইন   

১৪ নভেম্বর, ২০১৯ ১০:২৪ | পড়া যাবে ১ মিনিটেঝিনাইদহে কথিত বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ ১

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার যুগিহুদা এলাকায় এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।

মনির একই উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। পুলিশের দাবি, তিনি একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মহেশপুর থানায় ১০টি মাদকের মামলা রয়েছে।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম-এর ভাষ্যমতে, মহেশপুর সীমান্ত পথে ফেনসিডিলের চালান আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। রাত দেড়টার দিকে যুগিহুদা গ্রামের মাঠে মাদক কারবারিরা মুখোমুখি হলে পুলিশের ওপর তারা হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে তা মনিরের পায়ে গুলি লাগে। এ সময় পুলিশ তাকে আটক করে তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

গুলিবিদ্ধ মনিরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনিরের বিরুদ্ধে মহেশপুর থানায় ১০টি মাদকের মামলা রয়েছে বলে দাবি ওই পুলিশ কর্মকর্তার।

মন্তব্যসাতদিনের সেরা