kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

নতুন সড়ক আইন : ঘোড়াঘাট থানা পুলিশের সচেতনতা বৃদ্ধি কার্যক্রম

হিলি (দিনাজপুর) প্রতিনিধি   

১৪ নভেম্বর, ২০১৯ ০৮:১৭ | পড়া যাবে ১ মিনিটেনতুন সড়ক আইন : ঘোড়াঘাট থানা পুলিশের সচেতনতা বৃদ্ধি কার্যক্রম

সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। জেলা পুলিশের প্রচারের অংশ  হিসেবে সড়ক পরিবহণ আইন ২০১৮ এর গুরুত্বপুর্ণ নির্দেশনা সমুহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হয়।

ঘোড়াঘাট থানা পুলিশ গতকাল থেকে এর  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় সমূহে আইনের গুরুত্বপূর্ণ নির্দেশনা সমূহ প্রচার ও  লিফলেট বিতরণ শুরু করে। বলাহার হাইস্কুল ও উপজেলার ওসমানপুর হাসপাতাল মোড় ও হিলি মোড়ে মোটর সাইকেল চালকসহ অন্যান্য যানবাহন চালকদের থামিয়ে এ আইনের সুফল ও কুফল সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ এবং তাদের হাতে লিফলেট তুলে দেন।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, জেলা পুলিশের নির্দেশে তারা সব ধরনের যানবাহন চালকদের মাঝে এ আইনের কুফল গুলোতে অপরাধের ধরন জেল জরিমান গুলো তুলে ধরা হচ্ছে এবং এর সুফল গুলো তাদের মেনে চলে স্বাভাবিক জীবন যাত্রা চলাচলে পরামর্শ দেয়া হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা