kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

করের টাকা যেন সৎভাবে ব্যয় হয় : মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১৩ নভেম্বর, ২০১৯ ২০:২৭ | পড়া যাবে ২ মিনিটেকরের টাকা যেন সৎভাবে ব্যয় হয় : মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জনগণের দেওয়া করের টাকা যেন দেশের উন্নয়নের কাজে ব্যয় হয়। একজন সাধারণ মানুষ, এমনকি রিকশাচালকও কর দেন। তবে তা পরোক্ষভাবে। এ করের টাকা যেন সৎভাবে ব্যয় হয় সেটা দেখতে হবে। কর দেওয়ার ব্যাপারে জনগণের মধ্যে ভীতি রয়েছে। যদি তাদের সঠিকভাবে বোঝানো যায়, তাহলে ওই ভয় কেটে যাবে। জনগণ কর দিতে আগ্রহী হবে।

আজ বুধবার সকালে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর কর অঞ্চলের উদ্যোগে সেরা করদাতাগণকে সম্মাননা প্রদান ও ৪ দিনের আয়কর মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর কর অঞ্চলের কর কমিশনার মো. আলী আজগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আযাদ মিয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমতউল্লা খান, গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আনোয়ার সাদাত সরকার, গাজীপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আহসান উল্লাহ অন্তু প্রমুখ।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর, গাজীপুর জেলা এবং টাঙ্গাইল জেলার ২১ জন সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদি করদাতাদের সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে গাজীপুর মহানগরীতে এবারও প্রথম সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী মো. মোবারক হোসেন। গাজীপুর জেলায় মো. মাহবুবুর রহমান,  টাঙ্গাইল জেলায় ড. শরিফুল ইসলাম রিপন। গাজীপুর মহানগরীতে দীর্ঘ মেয়াদী ক্যাটগরিতে সেরা করদাতা হয়েছেন মো. ইকরামুজ্জামান চৌধুরী, গাজীপুর জেলায় হাফিজ সিকান্দার ও টাঙ্গাইল জেলার চাঁন মাহমুদ পাকির।

গাজীপুর মহানগরীতে তরুণ পুরুষ করদাতা হয়েছেন মাহতাব উদ্দিন সরকার, গাজীপুর জেলায় সাখাওয়াত হোসেন খান এবং টাঙ্গাইল জেলায় খন্দকার মো শহীদুল্লাহ এবং মহিলা করদাতা ক্যাটগরিতে গাজীপুর মহানগরীতে সেরা হয়েছেন মাসুদা পারভীন, গাজীপুর জেলায় ফেরদৌস আরা ববি এবং টাঙ্গাইল জেলায় আমিনা বেগম।

মন্তব্যসাতদিনের সেরা