kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

বঙ্গবন্ধুর সমাধিতে কর্ম কমিশন সচিবালয় সচিবের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি   

১৩ নভেম্বর, ২০১৯ ১৬:৫১ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধুর সমাধিতে কর্ম কমিশন সচিবালয় সচিবের শ্রদ্ধা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ বুধবার বিকেলে তিনি এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেক, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শ্যামল কান্তি বসাক, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল হাসান শাহীন, সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা