শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১
জনগণের ভোটাধিকার, কলেজ বিশ্ববিদ্যালয় দখলমুক্ত, সড়কে মৃত্যুর মিছিল বন্ধ, জাতীয় ন্যূনতম মজুরী ১৬ হাজার টাকা নির্ধারণ, ভূমিহীন ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের রেশন কার্ড, ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসীদের ওপর জুলুম-অত্যাচার বন্ধ, ভারতের সাথে জাতীয় স্বার্থবিরোধী অসম চুক্তি বাতিলসহ ১৭ দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ডাকে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচী পালিত হচ্ছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 'দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়'- স্লোগান ধারণ করে আজ ১২ নভেম্বর মঙ্গলবার ময়মনসিংহ জেলার সদর উপজেলার পরানগঞ্জ-সিরতা আঞ্চলিক কমিটির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাঘাডোবা বাজার থেকে পদযাত্রা শুরু করে অম্বিকাগঞ্জ বাজার পর্যন্ত গিয়ে শেষ হয়। পদযাত্রার পাশাপাশি বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, সদর কমিটির সভাপতি সাজেদা বেগম সাজু, শহর কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত দেবনাথ খোকন, সদর কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সোহেল, শহর কমিটির সহ-সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ জুন, উদীচী জেলা কমিটির সাধারণ সম্পাদক যীশুতোষ তালুকদার, সদর কৃষক সমিতির আহবায়ক এইচ এম নূরুজ্জমান, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি আশজাদুল বোরহান তাহসিনসহ বিভিন্ন শাখা ও গণসংগঠনসমূহের নেতৃবৃন্দ।
মন্তব্য