kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

নড়াইলে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি   

১২ নভেম্বর, ২০১৯ ১৭:৩৩ | পড়া যাবে ১ মিনিটেনড়াইলে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

নড়াইল শহরের বরাশুলা গ্রামের দিনমজুর নাহিদ শেখ এর কন্যা সুমাইয়া (৩ বছর ৬ মাস) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৬/৭ দিন ধরে শিশুটি জ্বরে আক্রান্ত হয়। সোমবার (১১ নভেম্বর) জ্বর বেড়ে গেলে মঙ্গলবার খুব ভোরে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। অবস্থা খারাপ দেখে নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তুহিন রহমান শিশুটিকে খুলনায় রেফার্ড করে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি হবার পর সকাল ১০টায় শিশুটির মৃত্যু হয়।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মশিউর রহমান বাবু বলেন, শিশুটি প্রচণ্ড জ্বরে ভুগছিল, তার সারা শরীরে র‌্যাশ উঠে ডেঙ্গু হ্যামরেজিক পর্যায়ে চলে গিয়েছিল বলে চিকিৎসকের ধারণা। নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা সম্ভব ছিল না তাই জরুরি বিভাগের চিকিৎসক তাকে খুলনায় রেফার করে।

মন্তব্যসাতদিনের সেরা