kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

দিনাজপুরে নিজ গ্রাম পরিদর্শন

ছেলেবেলার খেলার মাঠে গাছ লাগালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি   

১২ নভেম্বর, ২০১৯ ১৭:২৯ | পড়া যাবে ২ মিনিটেছেলেবেলার খেলার মাঠে গাছ লাগালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

দীর্ঘ ৬০ বছর পর দিনাজপুরের শহরের যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সে বাড়ি পরিদর্শন করে স্মৃতিচারণ করে কিছু সময় কাটিয়ে খেলার মাঠে বটবৃক্ষের চারারোপন করলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শহরের ক্ষেত্রিপাড়ার যে বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন সেই বাড়ি পরিদর্শনে যান। সেখানে কিছু সময় কাটান এবং বাসায় বসবাসরত ও স্থানীয়দের সঙ্গে স্মৃতিচারণ করেন। এরপর প্রতিমন্ত্রী বাড়ির পাশে যে মাঠে তিনি শৈশবকালে খেলাধুলা করেছিলেন সেই রেনেসাঁ ক্লাব মাঠে একটি বটবৃক্ষের চারা রোপন করেন।

এ সময় তিনি বলেন, নিজ জন্মস্থানের এই মাটিতে এসে আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছি। অল্প কিছু সময়ের অবস্থানেই জন্মস্থানের মানুষের কাছ থেকে যে আতিথিয়েতা পেয়েছি তাতে আমি সম্মানিত বোধ করছি। জন্মস্থানের নাড়ির টানে ও আজ যে বটবৃক্ষের চারাটি রোপন করলাম এই বটবৃক্ষ ও নাড়ির টানে আমি দিনাজপুরে বার বার আসার চেষ্টা করবো।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ইমদাদ সরকার, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রেনেসাঁ ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা