kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

কসবায় ট্রেন দুর্ঘটনা

যাওয়া হলো না কক্সবাজার, লাশ হয়ে ফিরলেন দুই বন্ধু

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি   

১২ নভেম্বর, ২০১৯ ১৬:৩৮ | পড়া যাবে ১ মিনিটেযাওয়া হলো না কক্সবাজার, লাশ হয়ে ফিরলেন দুই বন্ধু

হবিগঞ্জের চুনারুঘাট থেকে চার বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দুই বন্ধু লাশ হয়ে বাড়িতে ফিরেছে। অপর দুই বন্ধু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

সোমবার রাতে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসযোগে ৪ বন্ধু কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে মঙ্গলবার ভোর ৪টায় ব্রা‏হ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলায় ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিকভাবে চুনারুঘাট উপজেলার পীরেরগাঁও গ্রামের আব্দুল হাসিমের ছেলে সুজন মিয়া (২৫) ও একই উপজেলার ওলুকান্দি পশ্চিম তালুকদার বাড়ির ফটিক মিয়ার ছেলে রুবেল মিয়া (২২) ঘটনাস্থলে নিহত হয়। অপর দুই বন্ধু আমরুট বনগাঁও গ্রামের ফান্স প্রবাসী জনি মিয়া (২৮) সিলেট এম. এ. জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পাইকপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে রাজন মিয়া (৩০) ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

উল্লেখ্য, চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের পিয়ারা বেগম (৪৫) এ দুর্ঘটনায় নিহত হয়। নিহতদের বাড়িতে স্বজনদের আহাজারী চলছে। আজ সন্ধায় সুজন মিয়া নামাজের যানাজা পীরেরগাও তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

মন্তব্যসাতদিনের সেরা