kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

বেনাপোল কাস্টম হাউসের ভল্ট ভেঙে চুরি

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

১২ নভেম্বর, ২০১৯ ০৪:২৯ | পড়া যাবে ১ মিনিটেবেনাপোল কাস্টম হাউসের ভল্ট ভেঙে চুরি

বেনাপোল কাস্টম হাউসের ভল্টের লকার ভেঙে সোনা, ডলারসহ মূল্যবান পণ্যসামগ্রী চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার অফিস খোলার পর বিষয়টি ধরা পড়ে। এ ভল্ট ইনচার্জসহ পাঁচজনকে বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি।

কাস্টম হাউস সূত্র জানায়, ওই লকারে কাস্টম, কাস্টম শুল্ক গোয়েন্দা, বিজিবি ও পুলিশের উদ্ধারকৃত স্বর্ণ, ডলারসহ বিভিন্ন বিদেশি মুদ্রা, কষ্টি পাথরসহ মূল্যবান জিনিসপত্র ছিল। ওই কক্ষে প্রবেশ করার আগে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। গতকাল সকালে চুরির বিষয়টি ধরা পড়ে। এরপর সেখানে পুলিশ মোতায়েন করা হয়। 

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, বেনাপোল কাস্টমের গুদামে বিকল্প চাবি ব্যবহার করে চুরির ঘটনা ঘটেছে। কী পরিমাণ পণ্য খোয়া গেছে, তার গণনা করা হচ্ছে। 

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী জানান, ভল্ট ইনচার্জ সাহাবুল সরদারসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেজিস্টার মেলানো হচ্ছে। এ ঘটনায় যুগ্ম কমিশনার মো. শহীদুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা