kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

চট্টগ্রামে দেয়ালধসে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১২ নভেম্বর, ২০১৯ ০৩:১৬ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে দেয়ালধসে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

শহরের খুলশী আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়ালধসে চাপা পড়ে বাচ্চু মিয়া (৫৫) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম শহরের দক্ষিণ খুলশীর এক নম্বর সড়ক এলাকায় নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। ভবনটিতে তিনি নির্মাণ শ্রমিক ছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমির জানান, ভবনের পাইলিংয়ের কাজ করার সময় হঠাৎ সীমানাদেয়াল ভেঙে পড়ে। এতে চাপা পড়ে গুরুতর আহত হন বাচ্চু। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া নগরের বায়েজিদ থানার আমিন কলোনি এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। 

মন্তব্যসাতদিনের সেরা