শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি
'ট্রাফিক আইন মেনে চলি, নিজের জীবন নিরাপদ রাখি' পতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় বিভিন্ন মোটরযান চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে বাঘা খানা পুলিশের পক্ষ থেকে এই লিফলেট বিতরণ করা হয়।
এদিন সকাল সাড়ে ১১টায় বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আতিকুর রেজা সরকারসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপজেলার প্রধান প্রধান সড়কে দাঁড়িয়ে ইঞ্জিনচালিত সকল যান চালকদের মাঝে এই লিফলেট বিতরণ করেন।
উক্ত লিফলেটে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশানবিহীন গাড়ি, ফিটনেস, অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং, হেলমেট, সিটবেল ব্যবহার ও ড্রাইভিং এর সময় মোবাইলে কথা বলাসহ বিভিন্ন বিষয়ে মোটরযান চালকদের অপরাধ, এবং নতুন আইনে দণ্ডের কথা উল্লেখ করা হয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ( ওসি) নজরুল ইসলাম জানান, গত ১ নভেম্বর ২০১৯ থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যক্রম করা হয়েছে। এই নির্দেশনাটি ট্রাফিক বিভাগ রাজশাহী জেলা পুলিশ ও মাননীয় পুলিশ সুপার রাজশাহীর নির্দেশে প্রচারণা হিসাবে আমরা লিফলেট বিতরণ করছি। আশা করি এ থেকে মানুষ সচেতন হবেন এবং অত্র আইন মেনে চলবেন।
মন্তব্য