kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

শিমুলিয়ায় সোয়া কোটি টাকার কারেন্টজালসহ আটক ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৯ নভেম্বর, ২০১৯ ২০:৪১ | পড়া যাবে ২ মিনিটেশিমুলিয়ায় সোয়া কোটি টাকার কারেন্টজালসহ আটক ৩

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরি ঘাট হতে ১৬টি বস্তায় ৩ লাখ ৭৮ হাজার ৭শ’ মিটার কারেন্ট জাল জব্দ করেছে মাওয়া নৌ-ফাঁড়ি পুলিশ। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মো. জহিরুল হক জানান, শনিবার দুপুরে ৩ ব্যক্তি বস্তা ভরে কারেন্ট জাল নিয়ে শিমুলিয়া ঘাট দিয়ে দক্ষিণবঙ্গ যাচ্ছে এরকম গোপন সংবাদের ভিত্তিতে ১ নং ফেরি ঘাটে অভিযান চালিয়ে ১৬টি বস্তা ভর্তি ৩ লাখ ৭৮ হাজার ৭ শ’ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। এ সময় অবৈধ এ কারেন্ট জাল বহনের দায়ে ৩ ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলো বরিশালের চিলমারী থানার মুলাদী গ্রামের মৃত বাদশা হাওলাদারের পুত্র মো. মনির হোসেন (৩৩), হিজলা থানার চর পাওনী ভাংগা গ্রামের ইউসুফ সর্দারে পুত্র মো. আজিজুল ইসলাম (৩২) ও মুন্সীগঞ্জ সদর থানার রিকাবী বাজার এলাকার জসিম মিয়ার পুত্র মিজানুর রহমান পৃথিবী (২০)। তাদের বিরুদ্ধে লৌহজং থানায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্যসাতদিনের সেরা