kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

জকিগঞ্জে সড়কে ঝড়ল মা-মেয়েসহ ৩ প্রাণ

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি   

৯ নভেম্বর, ২০১৯ ১৮:৪৬ | পড়া যাবে ১ মিনিটেজকিগঞ্জে সড়কে ঝড়ল মা-মেয়েসহ ৩ প্রাণ

সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা মেয়েসহ তিনজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৪ টায় সিলেট-জকিগঞ্জ সড়কের বাবুর বাজার সংলগ্ন পশ্চিম ডেমিরখালের সেতুর পাশে সিলেট থেকে ছেড়ে আসা ১১-০৪৫২ বাসটি উল্টে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। 

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. খালেদ আহমদ জানান, ঘটনাস্থলেই উপজেলার জকিগঞ্জ ইউনিয়নের হাইলইসলামপুর গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী নাছিমা বেগম (২৩) তার দেড় বছরের শিশু রুহেনা বেগম ও একই ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত আব্দুর কুদ্দুসের স্ত্রী নুরজাহান বেগম (৫৫) মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত ফলাহাট গ্রামের মবই মোল্লা (৫২), হাইলইসলামপুর গ্রামের সুফানা বেগম (৫০), পশ্চিম বিলেরবন্দের হেলাল আহমদ (৩৯), মাদারখালের খায়রুন নেসা (৬০), আরাফাত হোসেন (১৩), দুর্ঘটনায় নিহত নূরজাহানের ছেলে খায়রুল ইসলাম (১৭), তার চাচাত ভাই হিমেল (১৯), মিছবাহ(১৮), ক্বারি জামাল আহমদ (৫৫) সহ ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা