kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

গফরগাঁওয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষ পিকআপ খাদে

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

৯ নভেম্বর, ২০১৯ ১৮:২৭ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষ পিকআপ খাদে

ময়মনসিংহের গফরগাঁওয়ে অনুমোদনহীন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি পিকআপ গাড়ি উল্টে পাশের খাদে পড়ে যায়। আজ শনিবার বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের মশাখালী ইউনিয়নের শীলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

মশাখালী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের মশাখালী ইউনিয়নের শীলা এলাকায় অনুমোদনহীন রেলক্রসিং পাড় হওয়ার সময় একটি পিকআপ গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া ট্রেন আসছিল। অবস্থা বেগতিক দেখে পিকআপের চালক গাড়িটি রেলের উপর রেখেই পালিয়ে যায়। পরে ট্রেনের ধাক্কায় পিকআপ গাড়িটি পাশের খাদে পড়ে যায়। তবে পিকআপ গাড়িটি খালি ছিল বলে কেউ হতাহত হয়নি।

মশাখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনিরুল হক বলেন, অনুমোদনহীন রেলক্রসিংয়ে রেলের উপর উঠার পর পিকআপের স্টার্ট বন্ধ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। 

মন্তব্যসাতদিনের সেরা