kalerkantho

বুধবার । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৭  মে ২০২০। ৩ শাওয়াল ১৪৪১

নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশু নিখোঁজ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

৯ নভেম্বর, ২০১৯ ০৩:৫৮ | পড়া যাবে ১ মিনিটেনানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশু নিখোঁজ

টাঙ্গাইলের ভূঞাপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে রব্বানী (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রব্বানী টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ার হাবিল উদ্দিনের ছেলে এবং ভূঞাপুর উপজেলার পলশিয়া গ্রামের আব্দুল মান্নানের নাতী।

ভূঞাপুর থানার এসআই আনিস জানান, শিশু রব্বানী বৃহস্পতিবার দুপুরে তার নানীর সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তার নানীর অগোচরে সে নদীর পানিতে  ডুবে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্তু ভূঞাপুর ফায়ার সার্ভিসের কোনো ডুবুরী না থাকায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে অবহিত করা হয়।

ভূঞাপুর সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন জানান, প্রশাসনিকভাবে নিখোঁজ রব্বানীকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে অবহিত করা হয়েছে। তারা এসে পৌঁছেছে। আশা করছি রব্বানীকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হবেন।

মন্তব্যসাতদিনের সেরা