kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

নব দম্পত্তির শেষ যাত্রা

পঞ্চগড় প্রতিনিধি   

৯ নভেম্বর, ২০১৯ ০২:৩০ | পড়া যাবে ৩ মিনিটেনব দম্পত্তির শেষ যাত্রা

সবে মাত্র বিয়ে হয়েছে। ঘর সংসার এখনো গুছিয়ে উঠতে পারেনি তারা। অপরিচিত দুটি প্রাণ কেবল পরিচিত হতে শুরু করেছে। হাজার খানেক স্বপ্ন তাদের ছোট্ট সংসারে। ঠিক এমনি সময়েই তাদের একসঙ্গেই শেষ যাত্রা করতে হলো। এই নব দম্পতির নাম লাবু ইসলাম (২৬) ও মুক্তি বেগম (১৯)। বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ডাকবদলি মাঝিপাড়া এলাকায়।

আজ শুক্রবার দুপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয় এই দম্পতি। নব দম্পতির মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাস খানেক আগে তাদের বিয়ের সময় যেমন লোক সমাগম হয়েছিল ঠিক তেমনি লোক সমাগম হয় তাদের মৃত্যুতে।

স্থানীয়রা জানায়, গত ৫ অক্টোবর তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ডাকবদলি মাঝিপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে লাবু ইসলামের সাথে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ভেলকুপাড়া এলাকার শরিফুল ইসলামের মেয়ে মুক্তি বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। কেবল জমে উঠতে শুরু করেছে নব দম্পতির সংসার জীবন। লাবু পেশায় করাত কলের শ্রমিক। শুক্রবার দুপুরে লাবু তার শ্বশুর বাড়ির এলাকায় এক দাওয়াত অনুষ্ঠান যোগ দিতে মুক্তিকে নিয়ে বাড়ি থেকে রওনা হন। ইজিবাইকে চড়ে তারা যাচ্ছিলেন। কিন্তু পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তাদের ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই লাবুসহ ৫ জন নিহত হয়। তখনো নিঃশ্বাস নিচ্ছিলেন মুক্তি। তাকে স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। তার পরনে ছিলো বিয়ের শাড়ি। সেই শাড়িতেই নিথর দেহটি ঢেকে রাখা হয়। ওই দুর্ঘটনায় তিন নারীসহ ৭ জন প্রাণ হারায়। সন্ধ্যায় তাদের মরদেহ নিয়ে যায় পরিবারের লোকজন। শনিবার সকালে মাঝিপাড়া ডাকবদলি এলাকায় পারিবারিক কবরস্থানে জানাজা শেষে একই সাথে পাশাপাশি শায়িত করা হয়।

লাবুর বাবা মজিবর রহমান বলেন, বাবা বেঁচে থাকতে ছেলের লাশ দেখা যে কত কষ্টের যে ছেলে হারায় সেই বোঝে। সুস্থ্য মানুষগুলো বাড়ি থেকে বের হয়ে গেলে খুব বেশি সময়ও হয়নি মৃত হয়ে ফিরে এলো। এই দৃশ্য সইতে পারছি না। যাদের জন্য আমার ছেলে ও বৌমাসহ সাত সাতটি প্রাণ গেলো আমরা তদন্ত করে তাদের বিচার দাবি করছি।

মাঝিপাড়া এলাকার মামুন ফকির বলেন, মাস খানেক আগে তাদের বিয়ে হলো আর আজ তারা দুর্ঘটনায় মারা গেলো। সুন্দর এই নব দম্পতির মৃত্যু আসলে আমাদের এলাকার কেউ মেনে নিতে পারছে না।

এদিকে এই সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৩ সদস্য বিশিষ্ট কমিটি করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে এই কমিটি করা হয়। কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

মন্তব্যসাতদিনের সেরা