kalerkantho

বৃহস্পতিবার । ২২ শ্রাবণ ১৪২৭। ৬ আগস্ট  ২০২০। ১৫ জিলহজ ১৪৪১

শ্রীপুরে মদপানে দুইজনের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর   

৯ নভেম্বর, ২০১৯ ০১:০৮ | পড়া যাবে ১ মিনিটেশ্রীপুরে মদপানে দুইজনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত মদপানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরো একজন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। তাদের মধ্যে একজন গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় আরেকজন গতকাল শুক্রবার সন্ধ্যায় মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন- ওই গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে আক্তার হোসেন (৬৮) ও মৃত শুক্কুর আলীর ছেলে লিয়াকত আলী (৫৫)। 

অসুস্থ হয়ে পড়া নূরুল ইসলাম নূরুর (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে আক্তার হোসেন, লিয়াকত আলী ও নূরুল ইসলাম নূরু একসঙ্গে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত সাড়ে ৩টার দিকে আক্তার হোসেন মারা যান।

গতকাল সন্ধ্যা ৬টার দিকে মারা যান লিয়াকত আলী। ওই এসআই আরো জানান, অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়া নূরুর অবস্থাও আশঙ্কাজনক।

মন্তব্যসাতদিনের সেরা