kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

সুপারি পাড়তে গিয়ে দুই জনের মৃত্যু, এক জনের বয়স ৭০

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি   

৮ নভেম্বর, ২০১৯ ২০:০৭ | পড়া যাবে ১ মিনিটেসুপারি পাড়তে গিয়ে দুই জনের মৃত্যু, এক জনের বয়স ৭০

বাগেরহাটের শরণখোলায় সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধসহ দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ি এবং দুপুরে ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।

রায়েন্দা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম জানান, উত্তর তাফালবাড়ি গ্রামের মকবুল ফকির (৭০) নিজ বাড়ির বাগান থেকে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে, ধানসাগর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সুমন তালুকদার জানান, তার গ্রামের ইউসুফ মুন্সির ছেলে জুয়েল মুন্সি (৩০) সুপারি গাছ থেকে পড়ে গুরুত আহত হয়। পরে তাকে শরণখোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

মন্তব্যসাতদিনের সেরা