kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৮ নভেম্বর, ২০১৯ ১৪:০৫ | পড়া যাবে ১ মিনিটেঝিনাইদহ সীমান্তে  বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ফাইল ফটো

ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুমন হোসেন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোরে লড়াইঘাট সীমান্তে ভারতের নদীয়া জেলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ঝিনাইদহ মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে সুমন ভারত থেকে গরু আনার সময় ভারতের পাখিউড়া ক্যাম্পের দায়িত্বরত বিএসএফ সদস্যদের সামনে পড়ে। এ সময় তাদের গুলিতে সুমন নিহত হন।

সুমনের মরদেহ বর্তমানে নদীয়া জেলার হাসখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা