kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

যুবকের ঝুলন্ত লাশ সাপাহারে

কালের কণ্ঠ অনলাইন   

৮ নভেম্বর, ২০১৯ ১১:১৫ | পড়া যাবে ১ মিনিটেযুবকের ঝুলন্ত লাশ সাপাহারে

নওগাঁর সাপাহারে ফয়সাল হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার বিদ্যানন্দী নোয়াপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

ফয়সাল ওই গ্রামের সাহেব বাবুর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়ির পাশে একটি আম গাছের সঙ্গে ফয়সালের লাশ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এটি হত্যা নাকি আত্মহত্যা- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

মন্তব্যসাতদিনের সেরা