kalerkantho

শনিবার । ২৩ নভেম্বর ২০১৯। ৮ অগ্রহায়ণ ১৪২৬। ২৫ রবিউল আউয়াল ১৪৪১     

নারায়ণগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

৮ নভেম্বর, ২০১৯ ০৯:৫৩ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নানার বাড়ি বেড়াতে এসে আর ফেরা হলো না সাদিয়া আক্তার নামে ছয় বছরের শিশুটির। নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে পুকুরে ডুবে মারা গেছে সাদিয়া।

গতকাল বৃহস্পতিবার উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নরসিংদী সদর উপজেলার চরভাসানিয়া থেকে মায়ের সঙ্গে মোল্লারচরে নানার বাড়ি বেড়াতে আসে সাদিয়া।

বৃহস্পতিবার সকালে খেলতে গিয়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি তাকে। পরে বিকালে পার্শ্ববর্তী পুকুরে সাদিয়ার মরদেহ ভেসে ওঠে।

মন্তব্যসাতদিনের সেরা