kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

সিলেটে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় যুবক খুন

কালের কণ্ঠ অনলাইন   

৮ নভেম্বর, ২০১৯ ০৮:২০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় যুবক খুন

সিলেট নগরে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। অজ্ঞাতপরিচয় সেই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট নগরের কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের ডান পায়ে উরুতে মারাত্মকভাবে ছুরিকাঘাত করা হয়েছে।

অজ্ঞাতপরিচয় ওই যুবককে কাস্টঘর এলাকায় ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে এএসআই এমদাদ হোসেনের নেতৃত্বে কোতোয়ালি পুলিশের একটি টহল টিম তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা