kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

ভোলার ঘটনায় ফেনী বিএনপির বিক্ষোভ

ফেনী প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০১৯ ১৮:৪৯ | পড়া যাবে ১ মিনিটেভোলার ঘটনায় ফেনী বিএনপির বিক্ষোভ

ভোলার ঘটনার প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে ফেনী বিএনপি। আজ বুধবার বিকেলে শহরের ট্রাংক রোডে এই বিক্ষোভ করেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা। বিক্ষোভের পর তাদের একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আয়োজিত সমাবেশে জেলা কমিটির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। এ ছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারি।

 

মন্তব্যসাতদিনের সেরা