kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

২৩ অক্টোবর, ২০১৯ ১১:৪৭ | পড়া যাবে ১ মিনিটেসাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলায় একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২২ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার সকালে উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটার সমনডাঙ্গার একটি মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সকালে স্থানীয়রা মৎস্য ঘেরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওই যুবকের পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা