kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

নাটোরে কাভার্ডভ্যান-ভটভটি সংঘর্ষে যুবক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২৩ অক্টোবর, ২০১৯ ১১:০০ | পড়া যাবে ১ মিনিটে



নাটোরে কাভার্ডভ্যান-ভটভটি সংঘর্ষে যুবক নিহত

ছবি প্রতীকী

নাটোরের বড়াইগ্রামে কাভার্ডভ্যানের সঙ্গে গরু বোঝাই ভটভটির সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় সোহেল নামে এক যুবকের মুত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে গড়মাটি কলোনি নামক স্থানে বনপাড়া পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বনপাড়া-পাবনা মহাসড়কে গোপালপুর ইউনিয়নের গড়মাটি কলোনি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। নিহত সোহেল বড়াইগ্রাম উপজেলার পারকুল গ্রামের আক্কাবর আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, সোহেলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।

মন্তব্য



সাতদিনের সেরা