kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

যৌন কেলেঙ্কারির ভিডিও

জামালপুর ডিসি অফিসের সেই নারীও বরখাস্ত

জামালপুর প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০১৯ ০৪:০৪ | পড়া যাবে ১ মিনিটেজামালপুর ডিসি অফিসের সেই নারীও বরখাস্ত

জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবিরকে সাময়িক বরখাস্ত করার প্রায় এক মাস পর যৌন কেলেঙ্কারির ভিডিও ফুটেজের ওই নারী, জেলা প্রশাসকের গোপনীয় শাখার অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক গতকাল মঙ্গলবার সাধনাকে সাময়িক বরখাস্ত করেছেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে। 

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক কালের কণ্ঠকে বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতেই অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকে সাময়িক বরখাস্ত করেছি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর সাবেক জেলা প্রশাসক আহমেদ কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি জামালপুরে থাকাকালে ওই যৌন কেলেঙ্কারির ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। এরপর তাঁকে ডিসি পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা