kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

ট্যাংকলরির চাপা, প্রাণ হারালেন দুই ব্যবসায়ী

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৯ ২২:৪৮ | পড়া যাবে ১ মিনিটেট্যাংকলরির চাপা, প্রাণ হারালেন দুই ব্যবসায়ী

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে গাড়াদহ ইউনিয়নের শরিষাকোল বাসস্ট্যান্ডের কাছে দুই পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন, শরিষাকোল গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে আব্দুল আজিজ (৫৫) ও মশিপুর গ্রামের বাবুলালের ছেলে দুলাল হোসেন (৪৫)।

এ বিষয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই সাদিক হোসেন জানান, আজ মঙ্গলবার সকালে দুজন পেঁয়াজ ব্যবসায়ী শরিষাকোল বাসস্ট্যান্ড থেকে বেড়া সিএনবির হাটে যাওয়ার জন্য একটি পিকাপভ্যানে ওঠে।

এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা বাঘাবাড়ি নৌবন্দরগামী একটি ট্যাংকলরি পেছন থেকে পিকাপটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আজিজ ও হাসপাতালে নেওয়ার পথে দুলাল হোসেন মারা যায়। এ ঘটনার পর ট্যাংকলরি ফেলে ড্রাইভার-হেলপার পালিয়ে যায়। ট্যাংকলরিটি (দিনাজপুর-ড-১১-০০০১) শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়েছে। 

এ বিষয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আখতারুজ্জামান জানান, নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা