kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

নজরুল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে মোটিভেশনাল সেমিনার

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৯ ২২:১০ | পড়া যাবে ১ মিনিটেশিক্ষার্থীদের দক্ষ করে তুলতে মোটিভেশনাল সেমিনার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যম বিদ্যা বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে দিনব্যাপী মোটিভেশনাল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে বিভাগের প্রধান মাহমুদা সিকদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

এটে বিশেষ বক্তা হিসেবে ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন, ব্যাবসায় প্রাশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র বিষয়ক উপদেষ্টা শেখ সুজন আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর বক্তব্য রাখেন। এ সময় দুটি হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ চলচ্চিত্র ও গণমাধ্যম বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে ১২ জন কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক তুলে দেয় অতিথিরা। বক্তারা শিক্ষার্থীদের অদম্য শক্তি নিয়ে এগিয়ে দেশ ও পরিবারের জন্যে কাজ করতে আহ্বান জানান। সেই সাথে কাজ ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার কথাও বলেন অতিথিরা। তাদের জীবনের সফলতার গল্প গুলোও শুনিয়েছেন শিক্ষার্থীদের।

মন্তব্যসাতদিনের সেরা