kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

তারাকান্দা শুভসংঘের শিক্ষা উপকরণ ও বৃক্ষ বিতরণ

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৯ ১৯:৩১ | পড়া যাবে ১ মিনিটেতারাকান্দা শুভসংঘের শিক্ষা উপকরণ ও বৃক্ষ বিতরণ

শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতা, শিক্ষা উপকরণ ও বৃক্ষ বিতরণ করেছে শুভসংঘের বন্ধুরা। আজ মঙ্গলবার দুপুরে তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়।

বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ ও গাছের চারা প্রদান করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শুভসংঘের সম্মানিত উপদেষ্টা কামরুন্নাহার। তিনি বলেন, গাছ আমাদের পরম উপকারী বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই আমাদের সবার উচিত বেশি বেশি গাছ লাগানো। শুভসংঘ শিক্ষার্থীদের বিকশিত করার জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে দেখে সত্যি আমার আনন্দ হচ্ছে। আমি চাই শুভসংঘের মাধ্যমে এটা অব্যাহত থাকুক। আমি সব সময় শুভসংঘের পাশে আছি এবং থাকব।

এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সভাপতি মো. সায়েম আকন্দ, সহ সভাপতি মুনিম চকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, সদস্য রাফি, শ্রাবণী, নাদিম, নিলয়, শিপন, প্রদীপ, সৃজন, ইসমাইল প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত থাকার বিষয়েও আলোচনা করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা