kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

রামগতিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের করুণ মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি    

২২ অক্টোবর, ২০১৯ ১৮:০১ | পড়া যাবে ১ মিনিটেরামগতিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের করুণ মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল খালেক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার চরবাদাম ইউনিয়নের কারামতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেক একই এলাকার মফিজ উল্যার ছেলে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় খালেক কারামতিয়া এলাকার পঞ্চায়েত জামে মসজিদের একটি গাছ কাটছিলেন। এ সময় অসাবধনতাবশত পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনের সঙ্গে স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাছের ওপরেই বিদ্যুতের তারের সঙ্গে তার মরদেহ ঝুলে ছিল। এতে তার পায়ে বাম পাসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। পরে রামগতি উপজেলা ফায়ার সার্ভিসের লোকজন এসে মরদেহ উদ্ধার করে। 

চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম বিদ্যুৎস্পৃষ্টে খালেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্যসাতদিনের সেরা