kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

জাতীয় সড়ক নিরাপত্তা দিবস

স্বরূপকাঠিতে শুভসংঘের শোভাযাত্রা ও আলোচনাসভা

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৯ ১৩:৩৯ | পড়া যাবে ১ মিনিটেস্বরূপকাঠিতে শুভসংঘের শোভাযাত্রা ও আলোচনাসভা

জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে শুভসংঘ পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা শাখার আয়োজনে এক সচেতনতা শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) পুরাতন সোনালী ব্যাংক রোড অটোস্ট্যান্ড থেকে এক সচেতনতা শোভাযাত্রা শুরু হয়ে জগন্নাথকাঠি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে ওই স্ট্যান্ডের বিভিন্ন যানবাহনের চালকরা অংশ নেয়। 

সেখানে পরে দৈনিক কালের কণ্ঠের স্বরূপকাঠি প্রতিনিধি ও স্বরূপকাঠি শুভসংঘের উপদেষ্টা মো. হযরত আলী হিরু এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন শুভসংঘের স্বরূপকাঠি শাখার সভাপতি মো. মহিবুল্লাহ, সমাজসেবক মো. মাহফুজুর রহমান, মো. জিয়াউল হক অপু, উপজেলা শুভসংঘের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাকারিয়া সজিব, সদস্য মো. জসিম নায়েক, মো. হাফিজুর রহমান ও চালকদের পক্ষে মো. মিজান ও পলাশ প্রমুখ। এ সময় এলাকার গণ্যমন্য ব্যক্তি ও ওই স্ট্যান্ডের বিভিন্ন যানবাহনের চালক উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা