kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

বিরলে শ্বশুর বাড়ির সামনে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ

দিনাজপুর প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৯ ১২:২৫ | পড়া যাবে ২ মিনিটেবিরলে শ্বশুর বাড়ির সামনে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ

দিনাজপুরের বিরলে শ্বশুর বাড়ির সামনে থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত জামাই বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামপুর কামারপাড়া গ্রামর আব্দুল মালেকের ছেলে বাবু (৩২)। মঙ্গলবার সকালে উপজেলার ৫ নম্বর বিরল ইউপির পূর্ব মহেশপুর মহসীন মেম্বার পাড়ায় নিহতের শ্বশুর বাড়ির সামনে লিচুগাছের ডালের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় বাবুর লাশ উদ্ধার করা হয়।

নিহতের বড় ভাই রবিউল ইসলাম জানান, প্রায় ৩ বছর আগে পূর্ব মহেশপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে জেসমিন আরা (২৫) এর সঙ্গে বাবুর বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরে বাবু স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকায় গার্মেন্টে চাকরি করত। সে কবে ও কখন শ্বশুর বাড়িতে এসেছে আমার বাড়ির কেউ জানি না। সোমবার দিবাগত রাত ২টার দিকে মোবাইল ফোনে সংবাদ পাই যে আমার ছোট ভাই তার শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এরপর ঘটনাস্থলে এসে বাবুর ঝুলন্ত লাশ দেখতে পাই।

বিরল থানার ওসি এ টি এম গোলাম রসুল জানান, লাশের সুরতহাল ও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্যসাতদিনের সেরা