kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

ঘোড়াঘাটে ৬৮০ বোতল ফেনসিডিলসহ প্রাইভেট কার আটক

দিনাজপুর প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৯ ১২:২১ | পড়া যাবে ১ মিনিটেঘোড়াঘাটে ৬৮০ বোতল ফেনসিডিলসহ প্রাইভেট কার আটক

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় ৬৮০ বোতল ফেনসিডিলসহ প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টায় দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কের রাণীগঞ্জ ব্র্যাক অফিসের সামনে থেকে এগুলো জব্দ করা হয়। ঘোড়াঘাট থানার ওসি কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, বিরামপুর এলাকা থেকে একটি প্রাইভেট কারে ফেনসিডিল নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাণীগঞ্জ বাজারের অদূরে ব্র্যাক অফিসের সামনে অবস্থান নেন পুলিশ। পরে সেখানে নীল রঙের একটি প্রাইভেট কারকে থামানো চেষ্টা করলে তারা সেটি রেখে পালিয়ে যায়। পুলিশ সেটি তল্লাশি করে ৬৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবে এই ঘটনায় পুলিশ কাউকে আটক করা যায়নি।

 

মন্তব্যসাতদিনের সেরা