kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

ট্রেনে কাটা পড়ে পীরগঞ্জে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৯ ১২:০৮ | পড়া যাবে ১ মিনিটেট্রেনে কাটা পড়ে পীরগঞ্জে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে বাশগাড়া নামে স্থানে এ ঘটনা ঘটে। 

দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় জানান, পীরগঞ্জ রেলস্টেশনের দক্ষিণে বাশগাড়ায় গত রাতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা যাওয়ার খবর পেয়ে সেখানে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। জায়গাটি ফাঁকা হওয়ার কারণে কোন ট্রেনে এ দুর্ঘটনা ঘটিয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। কাটা পড়া ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি। 

পীরগঞ্জ ষ্টেশন মাস্টার গোলাম রব্বানী ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা যাওয়া কথা স্বীকার করে বলেন, ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস অথবা সেভেন আপ মেইল ট্রেনে এ দুর্ঘটনা ঘটতে পারে।

মন্তব্যসাতদিনের সেরা