kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

নৌকা ডুবে ছেলের মৃত্যু, বাবা নিখোঁজ

বরিশাল অফিস   

২২ অক্টোবর, ২০১৯ ০২:৩৬ | পড়া যাবে ১ মিনিটেনৌকা ডুবে ছেলের মৃত্যু, বাবা নিখোঁজ

বরিশালের বাকেরগঞ্জে খেয়া পারাপারের যাত্রীবাহী নৌযান (ট্রলারের) এর সঙ্গে ইট বোঝাই অপর একটি নৌযানের সংঘর্ষ ঘটনায় সুর্য চন্দ্র (১৮ মাস) নামের শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা জীবন চন্দ্র শীল এখনো নিঁখোজ রয়েছেন। জীবন চন্দ্র শীল ভোলা জেলার বাসিন্দা। ঘটনাটি ঘটে গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার সাহেবগঞ্জ খেয়াঘাট সংলগ্ন তুলাতলী নদীতে।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান,  সন্ধ্যার পরে যাত্রী নিয়ে খেয়ার একটি ট্রলার নদী পার হচ্ছিল। অন্ধকারের মধ্যে অপর একটি ইট বোঝাই ট্রলার খেয়ার ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে খেয়ার ট্রলারের যাত্রী বাবা ও ছেলে নদীতে পড়ে যায় এবং নিখোঁজ হয়।

স্থানীয়দের সহায়তায় সুর্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। অপরদিকে এ রিপোর্ট খেলা পর্যন্ত রাত সাড়ে ৮টা পর্যন্ত জীবন চন্দ্র শীলের সন্ধানে নদীতে তল্লাশি চলছিল। 

মন্তব্যসাতদিনের সেরা