kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফের মৃত্যুবার্ষিকী পালিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

২১ অক্টোবর, ২০১৯ ২২:১৩ | পড়া যাবে ২ মিনিটেসাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফের মৃত্যুবার্ষিকী পালিত

হাজারো মানুষের শ্রদ্ধা, দোয়া মাহফিল ও আলোচনাসভার মধ্য দিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, সাবেক সংসদ সদস্য, ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন বোঁচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করে।

এ উপলক্ষে সোমবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌর এলাকার ধনতলা চৌধুরীপাড়াস্থ মরহুমের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুমের স্ত্রী রমিজা চৌধুরী, খালাসউদ্দীন চৌধুরী ওয়াকফ এস্টেট-এর মোতয়ালী আব্দুল মোমিন চৌধুরী, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাদিয়া ইসলাম, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, বিরল পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন।

এ ছাড়া সাধারণ সম্পাদক আফসার আলী, বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ইসাহাক আলী, সাধারণ সম্পাদক নুরে আলম খন্দকার কায়ছার, বোচাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি সজীব, সাধারণ সম্পাদক আশরাফ আলী তুহিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পার্থ সরকার, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সেতাবগঞ্জ প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর সেখানে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে।

এদিকে মঙ্গলবার ১১টায় সেতাবগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটরিয়ামে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।

মন্তব্যসাতদিনের সেরা