kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি   

২১ অক্টোবর, ২০১৯ ১৯:২২ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

দিনাজপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক বিএনপি নেতা নিহত হয়েছে। এ সময় দুজন আহত হন। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৮)। তিনি বীরগঞ্জ উপজেলার ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আহতরা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমাবার দুপুর ১২টার সময় দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, দুপুরে বীরগঞ্জ থেকে তিনজন মোটরসাইকেলযোগে দিনাজপুর শহরে আসছিল। পথে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে বিপরীতমুখী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঞর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। 

মন্তব্যসাতদিনের সেরা