kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

ময়মনসিংহে নাটকীয়তার পর লাগেজে মিলল মাথাবিহীন মৃতদেহ

কালের কণ্ঠ অনলাইন   

২১ অক্টোবর, ২০১৯ ১২:৪৯ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে নাটকীয়তার পর লাগেজে মিলল মাথাবিহীন মৃতদেহ

ময়মনসিংহে নগরীতে পড়ে থাকা একটি লাগেজ থেকে একজনের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে ওই লাগেজে বোমা আছে মনে করে গতকাল থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বোম্ব ডিসপোজাল ইউনিটকেও। তবে সকালে সেখান থেকে মাথাবিহীন মৃতদেহটি উদ্ধার করা হয়।

আজ সোমবার সকালে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজের কাছ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তাঁর নামপরিচয় জানা যায়নি।

গতকাল রাত আটটা থেকে বোমা সন্দেহে পুলিশ বালুর বস্তা দিয়ে লাগেজ সংলগ্ন জায়গাটি ঘিরে রাখে। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় লাগেজটিতে বোমা নয়, একজনের মাথাবিহীন লাশ পেয়েছেন তারা।

ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবীদ হোসেন মৃতদেহের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, লাগেজটিতে একজন পুরুষের মাথা ও পা কাটা লাশ পাওয়া গেছে।

এর আগে বোমার খবরে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাজি, জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, র‌্যাব-১৪ এর সিইও লে. কর্নেল ইফতেখার উদ্দিন।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা