kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

থমথমে ভোলা; হচ্ছে না সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের সমাবেশ

ভোলা প্রতিনিধি   

২১ অক্টোবর, ২০১৯ ১২:১৯ | পড়া যাবে ১ মিনিটেথমথমে ভোলা; হচ্ছে না সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের সমাবেশ

আজ সোমবার ভোলা জেলা স্কুল মাঠে বেলা ১১টায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে প্রতিবাদ সমাবেশের ডাক দেুংয়া হয়েছিল বোরহানউদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষের প্রতিবাদে। এদিকে প্রশাসনের অনুমতি না পাওয়ায় ওই সমাবেশ হচ্ছে না বলে জানিয়েছেন আয়োজকদের পক্ষে মাওলানা আতাউর রহমান। তিনি জানিয়েছেন, এ বিষয়ে তারা প্রেস ব্রিফিং করবেন।

ভোর থেকেই মাঠ এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়ি জেলা শহরে বিজিবি, র‍্যাব, পুলিশের টহল রয়েছে। জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ভোলায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষ তাদের সকল কার্যাবলি যথারীতি সম্পন্ন করছেন।

জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক জানান, জেলায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ; পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

মন্তব্যসাতদিনের সেরা