kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

শেকৃবিতে সাংস্কৃতিক সপ্তাহ শুরু

শেকৃবি প্রতিনিধি   

২১ অক্টোবর, ২০১৯ ০৪:১৭ | পড়া যাবে ১ মিনিটেশেকৃবিতে সাংস্কৃতিক সপ্তাহ শুরু

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গতকাল রবিবার থেকে সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে। ‘মাদক, জঙ্গি ও র্যাগিংকে না বলি, সাংস্কৃতিক মননশীলতা গড়ে তুলি’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই সাংস্কৃতিক সপ্তাহ চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। গতকাল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন করেন।

২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৭৮তম ব্যাচ, ২১ অক্টোবর ৭৫তম ব্যাচ, ২২ অক্টোবর ৭৭তম ব্যাচ, ২৪ অক্টোবর মাস্টার্স এবং পিএইচডি ব্যাচ এবং ২৫ অক্টোবর ৭৬তম ব্যাচ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। প্রতিদিন সন্ধ্যায় কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠান শুরু হবে। এতে নাচ, গান, কৌতুক, ফ্যাশান শো, রম্য বিতর্কসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

মন্তব্যসাতদিনের সেরা