kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

চট্টগ্রামে রাস্তায় ফিটনেসবিহীন বাস

মালিক চালক ও সহকারীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২১ অক্টোবর, ২০১৯ ০৩:১২ | পড়া যাবে ১ মিনিটেমালিক চালক ও সহকারীর কারাদণ্ড

নগরের কালুরঘাট থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত (সি বিচ) পর্যন্ত ১০ নম্বর রুটে ফিটনেসবিহীন বাস চালানোর দায়ে একটি বাসের মালিক, চালক ও সহকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুরে এ রুটের বহদ্দারহাট মোড়ে এ অভিযান চালানো হয়। 

বাসটির (চট্ট মেট্রো-জ ১১-০৪১১) মালিক মো. মনির হোসেনকে (৩৫) ১৫ দিন এবং চালক মো. শামীম উদ্দিন (২৫) ও তাঁর সহকারী মো. আলমগীরকে (৪০) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক। তিনি জানান, সড়কে পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা ও নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ১০ নম্বর রুটের একটি বাস নির্দিষ্ট গন্তব্য কালুরঘাট না গিয়ে মাঝপথে চান্দগাঁও থানার সামনে যাত্রীদের নামিয়ে দেয়। এ জন্য বহদ্দারহাট থেকে বাসটি আটক করা হয়। ফিটনেসবিহীন বাসটি ঝুঁকিপূর্ণভাবে রাস্তায় চলাচল করছিল। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। এ কারণে ওই তিনজনকে মোটরযান আইনে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

মন্তব্যসাতদিনের সেরা