kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

চট্টগ্রামে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২১ অক্টোবর, ২০১৯ ০২:৫৩ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

চট্টগ্রামে রেলওয়ের মালিকানাধীন জায়গা থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আবার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল রবিবার নগরীর পাহাড়তলী এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম জানান, গত ৪ জুলাই ওই এলাকায় অভিযান চালিয়ে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। এরই মধ্যে আবারও অবৈধ স্থাপনা গড়ে ওঠায় গতকাল ১৫টির মতো বসতি উচ্ছেদ করা হয়। এ ছাড়া ইউএসটিসির উল্টো দিকে লেক ভিউ আবাসিক এলাকায় পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করা দুইটি পরিবারকেও উচ্ছেদ করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা