kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

নেত্রকোনা সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি   

২০ অক্টোবর, ২০১৯ ০৮:৩৩ | পড়া যাবে ১ মিনিটেনেত্রকোনা সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফাইল ফটো

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে বাংলাদেশি এক যুবককে লেঙ্গুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক ব্যক্তির নাম ফ্রেমাং সাংমা (৩৫)।

লেঙ্গুরা সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার মোহাম্মদ আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, উপজেলার লেঙ্গুরার  কাউবাড়ি গ্রামের মাইকেলের ছেলে ফ্রেমাং সাংমা (৩৫) নামের একজন সীমান্তে ১১৭১ নং পিলার থেকে প্রায় ১৫০ গজ দূরে চলে গেলে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

মন্তব্যসাতদিনের সেরা