kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

চৌগাছা নামকরণের ইতিহাসের সঙ্গে যুক্ত

শত বছরের বটবৃক্ষ বাঁচাতে মানববন্ধন

চৌগাছা (যশোর) প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০১৯ ২২:৪৮ | পড়া যাবে ১ মিনিটেশত বছরের বটবৃক্ষ বাঁচাতে মানববন্ধন

ছবি : কালের কণ্ঠ

যশোরের চৌগাছার নামকরণের ইতিহাসের সঙ্গে যুক্ত চৌগাছা-যশোর রোডে অবস্থিত বৃহৎ বটগাছ রক্ষার্থে মানববন্ধন করেছে ’চলো একসাথে হাসি’ নামের একটি ছাত্র সংগঠন। আজ শুক্রবার বিকাল ৫টায় ভাস্কর্য মোড়ে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধন থেকে দাবি করা হয়, চৌগাছা নামকরণের ইতিহাসের সঙ্গে চারটি বটবৃক্ষ জড়িত রয়েছে। কিন্তু কালের পরিক্রমায় বর্তমানে দুটি বটবৃক্ষ জীবিত আছে। কপোতাক্ষ নদের ওপাশে চৌগাছা-মহেশপুর রোড়ের কংশারিপুরে ও চৌগাছা-যশোর রোডের আহমদ মোড়ে এই দুটি গাছ রয়েছে। কিন্তু চৌগাছা-যশোর রোডের বটবৃক্ষটি কেটে ফেলার জন্য নানা প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে বটবৃক্ষটি বিক্রির জন্য জেলা পরিষদের পক্ষে সাইনবোর্ড দেওয়া হয়েছে। এটা আমরা মেনে নিতে পারিনি। বটবৃক্ষটি বিক্রি না করে যথাযথভাবে সংরক্ষণের জোর দাবি করা হয় এই মানববন্ধন থেকে। 

মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন, চলো একসাথে হাসি’ সংগঠনের সদস্য ইতিশা আক্তার, মাহিন মুনতাসিন রাহুল, নাহিদ মাফিন, জিল্লুর রহমান হৃদয়, জিম আক্তার, মেহেদি হাসান, সোহেল মাহবুব হৃদয়, বাধন আল সাকিব, জান্নাতুল হাসান কথা, বাবু ইসলাম, পাভেল খান প্রমুখ। 

মন্তব্যসাতদিনের সেরা