kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

হাঁস ধরতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০১৯ ২১:৩৬ | পড়া যাবে ১ মিনিটেহাঁস ধরতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে নানার বাড়িতে বেড়াতে গিয়ে হাঁস ধরতে গিয়ে পানিতে ডুবে সামিয়া খাতুন (৩) নামে এক শিশু মারা গেছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের জাহাঙ্গীরগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। সামিয়া খাতুন মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রামের মৃত সেলিম রেজার মেয়ে। 

শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি তাড়াশ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শিমুল তালুকদার নিশ্চিত করেছেন। 

জানা গেছে, সকালে শিশু সামিয়া মায়ের সাথে নানা আব্দুস সাত্তারের বাড়িতে বেড়াতে আসে। সেখানে বিকেলে অন্য শিশুদের সাথে খেলার সময় বাড়ি সংলগ্ন পুকুর পাড়ের হাঁস ধরতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায় সে। 

পরে অন্য শিশুদের চিৎকারে লোকজন এগিয়ে এসে শিশুটিকে পানি থেকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা