kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

বাকৃবিতে শুভসংঘের আয়োজনে ‘পাপেট শো’

বাকৃবি প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০১৯ ২০:৩০ | পড়া যাবে ১ মিনিটেবাকৃবিতে শুভসংঘের আয়োজনে ‘পাপেট শো’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা কালের কণ্ঠ শুভসংঘ ও কাকতারুয়ার আয়োজনে ‘পাপেট শো’ মঞ্চস্থ হবে আগামীকাল শনিবার। শাখা শুভ সংঘের আয়োজনে ‘সুবিধাবঞ্চিতদের সাথে এক বিকেল’ অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের গড়া ‘কাকতারুয়া পাপেট থিয়েটার’র ছয় জন তরুণ এ শো করবেন। 

শিশুদের যৌন হয়রানি রোধ এবং সড়কে নিরাপদে চলাচলসহ বিভিন্ন বিষয়ে সচেতন করতে শনিবার সন্ধ্যায় কেবি নৈশ বিদ্যালয়ের এ ‘পাপেট শো’ মঞ্চস্থ হবে। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া এই ‘পাপেট শো’ প্রসঙ্গে আসাদুজ্জামান আশিক বলেন, এবার আমরা কালের কণ্ঠ শুভসংঘ বাকৃবি শাখা ও অনলাইন শপ ইভালির বিশেষ সহযোগিতায় কাজটি করতে যাচ্ছি। মূলত পাপেটের প্রতি শিশুদের যে আকর্ষণ রয়েছে তা কাজে লাগিয়ে আমরা সারা দেশেই এ সচেতনামূলক কাজটি করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় বাকৃবি ক্যাম্পাসে এবার ‘পাপেট শো’টি করতে যাচ্ছি। আশা করছি এর মাধ্যমে আমরা সুবিধা বঞ্চিত শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের নানা বিষয়ে সচেতন করতে পারবো।

মন্তব্যসাতদিনের সেরা