kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

মাছ চুরি ঠেকাতে পুকুরের পানিতে বিদ্যুৎ সংযোগ, অতঃপর...

জয়পুরহাট প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০১৯ ১৯:১০ | পড়া যাবে ১ মিনিটেমাছ চুরি ঠেকাতে পুকুরের পানিতে বিদ্যুৎ সংযোগ, অতঃপর...

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বজরবরাহী গ্রামে মাছ চুরি ঠেকাতে পুকুরের পানিতে বিদ্যুতের সংযোগ দেন সাইফুল ইসলাম (৪২)। কিন্তু তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজেই নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সাইফুল ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। শুক্রবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের পাশেই নিজস্ব পুকুরে মাছ চাষ করেন সাইফুল। পুকুর থেকে যেন কেউ মাছ চুরি করতে না পারে সেই জন্য তিনি গোপনে পুকুরের পানি বিদ্যুতায়িত করে রাখেন। আজ দুপুরে অসাবধানবশত পুকুরে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ অবস্থায় দ্রুত উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা