kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

দৌলতখানে নদীর পানিতে ডুবে শিশু নিখোঁজ

ভোলা প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০১৯ ১৮:৩৯ | পড়া যাবে ১ মিনিটেদৌলতখানে নদীর পানিতে ডুবে শিশু নিখোঁজ

ভোলার দৌলতখান উপজেলার রাধাপল্লভ চকিঘাট এলাকায় মো. জুনায়েদ (৫) মেঘনা নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার ১২টায় এই ঘটনা ঘটে। জুনায়েদ চরখলিফা ৯নং ওয়ার্ডের আমজাদ হোসেনের ছেলে।

দৌলতখান ফায়ার সার্ভিস কর্মী আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ১২টায় রাধাপল্লভ এলাকায় মেঘনার পাড়ে দুই চাচাত ভাই খেলাছিল। হঠাৎ করে জুনায়েদ একটা পাইপ কুড়িয়ে পায়। তার হাতের পাইপটি পরিষ্কার করতে গেলে নদীতে পড়ে যায় জুনায়েদ। এই সময় পানির স্রোতে বেশি থাকায় মুহূর্তেই হারিয়ে যায়। 

পরে স্থানীয়রা এসে ঘটনাস্থলে খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে দৌলতখান ফায়ার সার্ভিসকে সন্ধ্যা ৬টায় ফোন দেওয়া হয়। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিসের সদস্যরা মুহূর্তেই ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কাজ চালিয়ে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও শিশু জুনায়েদ নিখোঁজ রয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা